ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস
Where Financial Challenges Meet Compassionate Solutions
ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (Initiative for Students) একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংস্থা, যার মূল লক্ষ্য মেধাবী-স্বপ্নচারী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে আলোর মশাল হয়ে তাদের আর্থিক সহযোগিতাসহ সার্বিক বিষয়ে পাশে থাকা।
প্রেক্ষাপট
আমরা লক্ষ্য করেছি যে, অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন যারা আর্থিক সংকটের কারণে বা প্রয়োজনীয় শিক্ষা-উপকরণের অভাবে পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সুযোগ পান না। আবার অনেকের জন্য সময়মতো পরীক্ষা বা রেজিস্ট্রেশন ফি জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। ফলে শিক্ষাসংক্রান্ত ব্যয় বহনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা ব্যাহত হয় এবং তাদের স্বপ্নও বাধাগ্রস্ত হয়।
এসব সমস্যা দূরীকরণ এবং তাদের শিক্ষাজীবন নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার লক্ষ্যে "ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস" অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আমরা করজে হাসানা (সুদমুক্ত ঋণ)-সহ সার্বিক সহযোগিতা প্রদান করি, যাতে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারে।
আমাদের সহযোগিতা
আমরা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করি, বিশেষ করে যারা সাময়িক অর্থ সংকটে ভুগছেন। যেমন:
- মাসের শুরুতে পরিবারের টাকা দেরিতে আসা
- টিউশনের টাকা নির্দিষ্ট সময়ে না পাওয়া
- স্কলারশিপের অর্থ দেরিতে পাওয়া
- শিক্ষা সফর বা জরুরি প্রয়োজনে হঠাৎ অর্থের অভাব
এই সমস্যাগুলোর সমাধানে আমরা শিক্ষার্থীদের "করজে হাসানা" (সুদমুক্ত ঋণ) প্রদান করি, যাতে তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন থাকে, ইন শা আল্লাহ।
"কে আছে যে আল্লাহ তায়ালাকে করজে হাসানা (উত্তম ঋণ) দিবে, অতঃপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন?"
— (সূরা আল-বাকারা, ২৪৫)
"যদি তোমরা আল্লাহ তায়ালাকে উত্তম ঋণ দাও, তিনি তা তোমাদের জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন।"
— (সূরা আত-তাগাবুন, ১৭)
"যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন।"
— (সহীহ মুসলিম, ২৬৯৯)
লক্ষ্য ও উদ্দেশ্য
সংস্থার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপ:
- আর্থিক সহযোগিতা প্রয়োজন এমন স্বপ্নচারী-মেধাবী শিক্ষার্থীকে 'করজে হাসানা' (সুদমুক্ত ঋণ) প্রদানের মাধ্যমে সহযোগিতা করা।
- বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষামূলক ক্যাম্পিং করা এবং স্বপ্নবাজ শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা ও পরামর্শ প্রদান করা।
- প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে শিক্ষা ও জ্ঞান-গবেষণার ক্ষেত্রে নিয়মিত তত্ত্বাবধান ও দিকনির্দেশনা দেওয়া।
- বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিপরীক্ষার প্রস্তুতিতে সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা করা।
- শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্পন্ন ছাত্রজীবন গঠনে প্রেরণা প্রদান করা এবং প্রযুক্তিক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা।
- পরিচিত কোনো বিশেষ ব্যক্তি যদি এসোসিয়েশনের মাধ্যমে কোনো শিক্ষামূলক কাজ করাতে চান, তাহলে এসোসিয়েশন তাদের কার্যক্রম বাস্তবায়ন করে দিবে।
- শিক্ষার্থীদের কল্যাণে সময়ে সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করা এবং তাদের অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রেও সহযোগিতা করা।
সদস্যপদ
এসোসিয়েশনটির নিম্নরূপ সদস্যপদ রয়েছে:
- সাধারণ সদস্য: বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ন্যূনতম ১০০০/- টাকা ফি প্রদান করে সাধারণ সদস্য হতে পারেন।
- সহযোগী সদস্য: শিক্ষার্থীরা ন্যূনতম ৫০০/- টাকা ফি প্রদান করে সহযোগী সদস্য হতে পারেন।
- প্রতিষ্ঠাতা সদস্য: এসোসিয়েশনের প্রাথমিক পর্যায়ে যুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গন্য হবেন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হবেন।
- আজীবন সদস্য: ন্যূনতম ৫০০০/- টাকা প্রদান করে আজীবন সদস্যপদ গ্রহণ করা যায়।
- দাতা সদস্য: ন্যূনতম ১০,০০০/- টাকা প্রদান করে দাতা সদস্য হওয়া যায়, যার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে (সিলভার, গোল্ডেন, ডায়মন্ড)।
- বৈদেশিক দাতা সদস্য: তিনশত ডলার (৩০০ ইউএস ডলার) প্রদানপূর্বক বৈদেশিক দাতা সদস্য হওয়া যায়।
- সাধারণ অংশগ্রহণকারী: যে-কোনো ব্যক্তি যে-কোনো পরিমাণ অর্থ প্রদান করে সংস্থার উন্নয়নে অবদান রাখতে পারেন।
সংস্থার সদস্য হওয়ার নিয়মাবলি
সদস্যপদ গ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়ম মেনে চলতে হবে:
- সাধারণ ও সহযোগী সদস্যকে শিক্ষার্থী হতে হবে।
- প্রাথমিক পর্যায়ে যুক্ত ব্যক্তিরা প্রতিষ্ঠাতা, আজীবন ও সাধারণ সদস্য হিসেবে থাকবেন।
- আজীবন সদস্য ও দাতা সদস্য যে-কোনো শিক্ষানুরাগী ব্যক্তি হতে পারেন।
- সদস্যপদ সম্পূর্ণকরণের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হয়।
- শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখার আগ্রহ থাকতে হবে।
- দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে নিয়মানুযায়ী এসোসিয়েশনটিতে যুক্ত/সদস্য হওয়া যাবে।
তহবিল/ফান্ড সংগ্রহ
আমাদের কার্যক্রম পরিচালনার জন্য আমরা বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করি:
- সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সহমত পোষণকারী ব্যক্তি অনুদান প্রদান করতে পারেন।
- বিশেষ কার্যক্রমের জন্য শিক্ষানুরাগীদের কাছ থেকে সাময়িক অনুদান সংগ্রহ করা হবে।
এ পর্যন্ত ইনস-এর কার্যক্রম
আমাদের কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম:
- বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে অধ্যয়নরত ৪৪ জন শিক্ষার্থীকে করজে হাসানা (সুদমুক্ত ঋণ) প্রদান করা হয়েছে। (ফেব্রুয়ারি ২০২৪-ফেব্রুয়ারি ২০২৫)
- ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছে।
- ২০২৫ সালের এপ্রিল থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাছাই করে দিকনির্দেশনা প্রদান করা হবে।
যোগাযোগ
মোবাইল: ০১৭১৬-৭৬৯১৫১, ০১৭৪১-৮৬০৫৬৪, ০১৫৭৬-৬৪৩৬০৩
ই-মেইল: ins.org.24@gmail.com
ঠিকানা: বাসা নং- ০৪, রোড নং- ১২, পিসিকালচার হাউজিং সোসাইটি, শেখেরটেক, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
